Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক অবস্থান

মধুখালী উপজেলার প্রায় ৩ কি:মি: দক্ষিন থেকেই নওপাড়া ইউনিয়ন শুরু। উত্তরে মধুখালী পৌরসভা। দক্ষিনে ঘোষপুর ইউনিয়ন। উত্তর উত্তর পশ্চিমে বাগাট ইউনিয়ন। পশ্চিমে মধুমতি নদী। পূর্বে মধুখালী পৌরসভা, মধুখালী ইউনিয়ন ও ঘোষপুর ইউনিয়ন অবস্থিত।

নওপাড়া ইউনিয়নের আয়তন      : ২৪.৮৭ বর্গ কিলোমিটার।

                     জনসংখ্যা      : ২৫,৪৫৯জন (পুরুষ-১২,৯৬৭জন, মহিলা-১২,৪৯২জন)।

   ক)  অত্র ইউনিয়নে প্রায় ৫০০ বছরের পুরানো ঐতিহাসিক মাটির দূর্গ, ব্রিটিশের এক কালের পুলিশ সদর  

        দপ্তর, রাজা সীতারাম রায়ের বিলুপ্ত প্রায় রাজ প্রসাদের ধ্বংসাবশেষ ও ভরাট প্রায় দীঘি  

        সমুহ, রেন্টাল সার্ভেতে থানা- ভূষণা। অর্ধ সহস্র বছরের ইতিহাস-ঐতিহ্য রক্ষায়, অযত্ন-

        অবহেলায় বিলুপ্ত প্রায় মুসলিম ও মোঘল সম্রাজ্যের সৈয্য-বিরজের নীরব সাক্ষী ঐহিহাসিক ভূষণা।

   খ) সমসাময়িক নওপাড়া বাজারে ষ্টীমার ঘাটের নিদর্শন ও মধুমতির ভাঙন কবলে ৫০০

        বছরের ঐতিহাসিক নওপাড়া বাজার।

নওপাড়া ইউনিয়নের জাতিভিত্তিক তথ্য : ক) বাঙালী (মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান) খ) নীতাত্ত্বিক জনগোষ্ঠি- বুনো, সরদার ও মুচী বসবাস করে।