Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যাংক

নওপাড়া ইউনিয়নে বর্তমানে ১টি বেসরকারী এজেন্ট ও ১টি ডাচ বাংলা ব্যাংক রয়েছে। এজেন্ট ব্যাংকটি নওপাড়া বাজারের পশ্চিম পাশে মধুমতি নদীর নিকটে অবস্থিত। ব্যাংকের এম,ডি জনাব জাহাঙ্গীর আলম।

উক্ত এজেন্ট ব্যাংকে বর্তমানে ০৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

ব্যাংকের নাম: ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক।

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর সেবাসমুহ:

১) সঞ্চয়ী ও চলতি হিসাব

২) স্কুল ব্যাংকিং হিসাব

৩) মাসিক সঞ্চয়ী হিসাব

৪) মেয়াদী সঞ্চয়ী হিসাব

৫) নগদ জমা ও উত্তোলন

৬) ফান্ড ট্রান্সফার (ব্যাং এশিয়া যেকোন হিসাবে)

৭) ই.এফ.টি.এন এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার (যেকোন ব্যাংকের হিসাবে)

৮) বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান

৯) বিদ্যুৎ বিল গ্রহণ

১০) পার্সপোর্ট ফি গ্রহণ

১১) ক্ষুদ্র ও মাঝারি ঋন প্রদান

১২) ভোক্তা ঋন প্রদান

১৩) কৃষি ঋন প্রদান

১৪) ডেবিট কার্ড প্রসেসিং

১৫) ব্যাংকিং সকলক কার্যক্রম ও অন্যান্য সুবিধা

আর ডাচবাংলা ব্যাংকটি নওপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত।

এ ব্যাংকে ২জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন।

কর্মকর্তা- মো: সজিবুর রহমান

কর্মচারী- নীল কোমল সাহা

হিসাব খোলার জন্য গ্রাহকের যা যা প্রয়োজন :

১) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

২) দুই কপি ছবি

৩) নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ১ কপি ছবি।

স্থানীয় জনগন ব্যাংকের সুবিধা পাচ্ছে।

এছাড়া নওপাড় ইউনিয়নে ১টি পোষ্ট অফিস রয়েছে। পোষ্ট অফিসের কার্যক্রম নিয়মিত চলছে। এখান থেকে মানি অর্ডারের মাধ্যমে টাকা আদান প্রদানের ব্যবস্থা আছে।