Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নওপাড়া ইউনিয়ন

এক নজরে নওপাড়া ইউনিয়নের তথ্যাবলী

১. আয়তন      : ২৪.৮৭ বর্গ কিলোমিটার।

২. জনসংখ্যা     : ২৫,৪৫৯জন (পুরুষ-১২,৯৬৭ জন, মহিলা-১২৪৯২ জন)।

৩. হাট-বাজার    : ০৪টি (বড় ১টি, ছোট ৩টি)।

৪. গ্রাম        : ৩২টি।

৫. মৌজা       : ১৮টি।

৬. নদী        : ৩ টি (মধুমতি, চন্দনা, কালীগাঙ্গ)।

৭. ডাকঘর      : ১ টি।

৮. সংগঠন (ক্লাব): ৯ টি।

৯. শিক্ষা তথ্য    : শিক্ষা প্রতিষ্ঠান

ক) মহাবিদ্যালয় ১টি বেসরকারী)

খ) মাধ্যমিক বিদ্যালয় : ৩টি

গ) দাখিল মাদ্রাসা     : ১টি

ঘ) মহিলা মাদ্রাসা     : ১টি

ঙ) কওমী মাদ্রাসা     : ২টি

চ) সরকারী প্রাথ: বিদ্যালয়      : ১১টি

ছ) বেসরকারী রেজি: প্রা: বিদ্যালয় : ২টি (বর্তমান সরকারী হয়েছে)

জ) স্বল্পব্যয়ী গ্রামীন বিদ্যালয়     : ২টি

ঝ) হেফজখানা    : ৬টি (এতিমখানা ৩টি)

ঞ) স্বতন্ত্র পাঠাগার : ২টি

ট) কেজি স্কুল    : ৪টি

১০. শিক্ষা হার    : ৬৫%

১১. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-মন্দির-গির্জা

ক) মসজিদ     : ৪৭ টি

খ) দুর্গা মন্দির   : ৯ টি

গ) গির্জা       : ১টি

১২. স্বাস্থ্য তথ্য    : হাসপাতাল/ক্লিনিক

ক) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র    : ১টি

খ) কমিউনিটি ক্লিনিক            : ৩টি

গ) টিকাদান কেন্দ্র              : গ্রাম ভিত্তিক ২৪ টি।

ঘ) আই কেয়ার সেন্টার       : ১টি। (নওপাড়া বাজার)

১৩. সংস্থা/এনজিও : ৪টি

ক) আউস খ) আলো  গ) প্রচেষ্টা   ঘ) জন্মভূমি।

১৪. কৃষি তথ্য :

ক) মোট জমির পরিমাণ: ২৪৮৪.৬০ হে:, আবাদযোগ্য জমি-২০১১.৭৬ হে:

খ) অর্থকরী ফসল : ধান, পাট, আখ, পিয়াজ-রসুন, মরিচ ইত্যাদি।

গ) মৎস খামার : হ্যাচারী ৩টি, খামার ৫টি, নার্সারী ২টি, পল্টিফার্ম ৮টি।

১৫. যোগাযোগ ব্যবস্থাৰ : কাচা-পাকা রাস্তা/ব্রিজ-কালভার্ট

ক) পাকা রাস্তা : ২১ কি.মি

খ) এইচ,বি,বি রাস্তা : ২ কি.মি

গ) কাচা রাস্তা : ৪১ কি.মি

ঘ) সেতু-কালভার্ট : ২টি বড় সেতু সহ মোট ১৫টি

১৬. পানি ব্যবস্থাপনা তথ্য : ১৯৯৯-২০০০ সনে এলজিইডি কর্তৃক ক্ষুদ্র পানি সম্পদে ২টি প্রকল্প।

ক) আড়কান্দি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: (বাধ ৭কি.মি স্লুইচ ৪টি)

খ) শ্রীরামকান্দি-পিছলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি:(বাধ ৭কি.মি স্লুইচ ৪টি)

গ) আটঘরিয়া বেড়িবাধের আংশিক (বাধ ২ কি.মি)

ঙ) মধুমতি বেড়িবাধ প্রকল্প (পানি উন্নয়ন বোর্ড, বাধ ৪কি.মি)

১৭. প্রকৃতি ও পরিবেশগত তথ্য:

ক) মধুমতি নদী : (এককালের খরস্রোতা গর্জনবহ উত্তাল নদী যা একল  

    কালের প্রবাহে নব্যতা হরিয়েছে)।

খ) চন্দনা বারাশিয়া নদী: (মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় সাংসদ   

   জনাব আব্দুর রহমান এর স্বর্ণিল উন্নয়ন স্পর্শে কুল-কুল রবে বহমান)।

গ) কালীগাঙ : যা বিল দাপাদার ব্লকেজ শিরা হিসেবে কাজ করে চলছে।

ঘ) মরা চন্দনা        : যা ভরাট ও বেদখল।

ঙ) চালতা তলার খাল   : যা ভরাট ও বেদখল।

চ) চরবাগাট খাল      :

ছ) চোপেরঘাট অচিনতলা খাল :

জ) বনায়ন/বৃক্ষ রোপন   : ৩৫ কি.মি।

ঝ) সতন্ত্র খেলার মাঠ    : ২টি

ঞ) শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক খেলার মাঠ : ৭টি।

ট) আড়ংখোলা/মেলা মাঠ : ২টি

ঠ) কবর স্থান        : ৮টি

ঢ) শ্মশান           : ৩টি।

১৮. ঐতিহাসিক নিদর্শন :

    ক) প্রায় ৫০০ বছরের পুরানো ঐতিহাসিক মাটির দূর্গ, ব্রিটিশের এক কালের পুলিশ সদর  

        দপ্তর, রাজা সীতারাম রায়ের বিলুপ্ত প্রায় রাজ প্রসাদের ধ্বংসাবশেষ ও ভরাট প্রায় দীঘি  

        সমুহ, রেন্টাল সার্ভেতে থানা- ভূষণা। অর্ধ সহস্র বছরের ইতিহাস-ঐতিহ্য রক্ষায়, অযত্ন-

        অবহেলায় বিলুপ্ত প্রায় মুসলিম ও মোঘল সম্রাজ্যের সৈয্য-বিরজের নীরব সাক্ষী ঐহিহাসিক  

        ভূষণা।

     খ) সমসাময়িক নওপাড়া বাজারে ষ্টীমার ঘাটের নিদর্শন ও মধুমতির ভাঙন কবলে ৫০০

        বছরের ঐতিহাসিক নওপাড়া বাজার।

১৯. জাতিভিত্তিক তথ্য : ক) বাঙালী  খ) নীতাত্ত্বিক জনগোষ্ঠি- বুনো, সরদার ও মুচী।

২০. নওপাড়া ইউনিয়নের গরব:

ক) মধুখালী উপজেলার প্রথম মাধ্যমিক বিদ্যালয়, নওপাড়া উচ্চ বিদ্যলয়। যার প্রতিষ্ঠাতা  

   প্রধান শিক্ষক জনাব মরহুম হাজী আব্দুল করিম মোল্যা।

খ) নওপাড়া ইউনিয়ন বাসির গরব এই জন্য যে, নওপাড়া স্কুলে পড়ালেখা করে উচ্চ শিক্ষা নিয়ে অনেকে আজ দেশ-বিদেশে সুনামের সাথে চাকুরী, ব্যবসা, সেবামুলক এমনকি জাতীয় রাজনৈতিক অঙ্গনেও দক্ষতা ও যোগ্যতার সাথে দেশের সেবা করে চলছে।

 

রাজনৈতিক অঙ্গনে উল্লেখ করার মতো ব্যক্তিত্ব:

    জনাব মফিজুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী,

জনাব আবু সাইদ মিয়া, ভাইচ চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী,

আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখ করার মতো ব্যক্তিত্ব :

    জনাব ড. ইঞ্জিনিয়ার রেজায়ে করিম, কনসালটেন্ট, বিশ্ব ব্যাংক (বিদেশে কর্মরত)

ব্যবসা-বানিজ্য ও সেবা অঙ্গনে উল্লেখ করার মতো ব্যক্তিত্ব:

    জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অবসর প্রাপ্ত প্রকৈশলী, ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট।

    জনাব ইঞ্জিনিয়ার জাওয়াদুল করিম, চেয়ারম্যান, স্কাইটাস এপার্টমেন্ট লি:

         ও সভাপতি হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজ।

    জনাব ডা: মাহবুব আল-করিম, চক্ষু বিশেষজ্ঞ ও প্রধান সার্জন, মালেকা চক্ষু হাসপাতাল।

    জনাব ডা: হুমাউন মোল্যা, ডেপুটি ডিরেক্টর ও হেল্থ।

উল্লেখিত সনাম ধন্য ব্যক্তিবর্গসহ রয়েছে আরো উল্লেখ করার মতো অনেক গুনি ব্যক্তিত্ব।