মধুখালী উপজেলা হতে নওপাড়া ইউনিয়ন পরিষদের দুরত্ব প্রায় ১০ কি:মি:।
মধুখালী বাসষ্ট্যান্ড থেকে মটর সাইকেল, ইজিবাইক কিংবা গ্রামবাংলা যোগে নওপাড়া বাজার আসা যায়।
মধুখালী বাসষ্ট্যান্ড হতে নওপাড়া যাতায়াত ব্যবস্থা:
ইজিবাইক ও গ্রামবাংলা ভাড়া ১৫টাকা (জন প্রতি)
মটর সাইকেল ভাড়া ২০ টাকা(জন প্রতি)
নওপাড়া বাজারের পাশেই নওপাড়া ইউনিয়ন পরিষদ অবস্থিত।
ঢাকা থেকে নওপাড়া ইউনিয়ন পরিষদ ও নওপাড়া বাজারে যাতায়াত ব্যবস্থা:
গাবতলি থেকে আনন্দ ডিলাক্সে সরাসরি নওপাড়া বাজারে আসা যায়। এছাড়া গাবতলি থেকে বাসে এসে মধুখালী বাসষ্ট্যান্ড এ নেমে মটর সাইকেল, ইজিবাইক কিংবা গ্রামবাংলা যোগে নওপাড়া বাজার আসা যায়। বর্তমান ঢাকা থেকে নওপাড়া বাজার পর্যন্ত বাস ভাড়া ২৫০টাকা।
মধুখালী বাসষ্ট্যান্ড থেকে নওপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে যাতায়াত ও ভাড়ার পরিমান:
মধুখালী থেকে আমডাঙ্গা বাজার ইজিবাইক কিংবা গ্রামবাংলায় ১০টাকা (জন প্রতি)
মধুখালী থেকে ভীমপুর বাজার ইজিবাইক কিংবা গ্রামবাংলায় ৩০টাকা (জন প্রতি)
মধুখালী থেকে করিমের বটতলা ইজিবাইক কিংবা গ্রামবাংলায় ২০টাকা (জন প্রতি)
এছাড়া মধুখালী থেকে বাগাট বাসষ্টান এ নেমে সীতারামপুর হয়েও নওপাড়া বাজারে আসা যায়।
নওপাড়া বাজার থেকে আলগাপাড়া ও ভীমপুর বাজারে নছিমন/ভ্যানে যাতায়াত করা যায়।
আলগাপাড়া ভাড়া (জন প্রতি) ৫ টাকা এবং ভীমপুর বাজার ১০টাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS